গায়ক নোবেল গ্রেপ্তার

 

নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনেহিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। ভুক্তভোগী ওই নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ৭ মাস ধরে নোবেল ভুক্তভোগীকে ধর্ষণ করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য লিখুন
ভাগ