ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগে মো. রাসেল নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকেলে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকায় অভিযান চালানো হয়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, দীর্ঘদিন ধরে গাংডুবি এলাকায় একটি চক্র অবৈধভাবে ক্ষীরাই নদী থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কেল্লাই বাজার এলাকার পাশে থাকা অপর একটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। ইউএনও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।