আজ ২৪ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশনের মানিকগঞ্জ কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি মোঃ সেলিম হোসেন বলেন মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।
সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান বলেন জাতীয় মানবাধিকার কমিশনকে একটি গণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে নিয়মিত গণশুনানি আয়োজন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উপস্থাপন, প্রতিবেদন দাখিল, বিভিন্ন সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে সুপারিশ প্রেরণ; মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিকল্পে বিভিন্ন জেলার কমিটির সাথে মতবিনিময় সভা আয়োজন, শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
উপস্থিত ছলেন কেন্দ্রীয় কমিটির উপস্থিত ছিলেন জনাব মোঃ নান্নু মিয়া এক্সিকিউটিভ সদস্য কেন্দ্রীয় কমিটি ।
এছাড়া ও উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন , সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সহো আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে নবগঠিত মানিকগঞ্জ জেলা কমিটির সকলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুনের সাথে আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন ।